
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাহ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজল।
৪ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে স্থাপিত এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের। এতে আরও উপস্থিত ছিলেন—রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু শুক্কুর কোম্পানি, ওয়ার্ড সহ–সভাপতি রফিকুল ইসলাম, কবির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফর রহমান কাজল বলেন,“ নতুন এই কার্যালয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিএনপিকে শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। নতুন অফিসটি দলীয় কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।”
তিনি আরও জানান,“এই এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য শিল্প–কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে খুনিয়াপালং এলাকায় দলের সংগঠন আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।