কক্সবাজারের রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে একজনের আইডি কার্ডে পোকখালী ঠিকানা পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ চিনে থাকলে দ্রুত পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।