
কক্সবাজারের উখিয়ায় ফুটবল খেলার মাঠে ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্লেকার্ড প্রদর্শন করেছেন স্থানীয় খেলোয়াড়রা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল খেলার মাঠে খেলা শুরুর আগে খেলোয়াড়রা নীরব প্রতিবাদ জানান। এ সময় হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল“জাস্টিস ফর হাদি”।
কর্মসূচিতে জনপ্রিয় ফুটবলার ফরহাদ, মোবারক, ইউনুস, রিশাদ, তানভীরসহ স্থানীয় খেলোয়াড়বৃন্দ অংশ নেন।
খেলোয়াড়রা বলেন, হাদির হত্যাকাণ্ড খেলার মাঠকেই কলঙ্কিত করেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তারা।