১/১১-এর বিএনপির অস্তিত্ব রক্ষার ভয়াবহ পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের প্রধান দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহজাহান চৌধুরী।
১/১১-এর কঠিন সময় ছিল বিএনপির অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ পরীক্ষা। সেই সময় মঈনউদ্দিন-ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে। সেই দুঃসময়ে যখন দলের শীর্ষ নেতা নেত্রীর ভূমিকা ছিল না, অধিকাংশ জায়গায় পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখনই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত সরকারের গোয়েন্দা সংস্থার চোখ রাঙানি উপেক্ষা করে খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের (কোঅর্ডিনেটর) দায়িত্ব পালন করেন সাহসী ও সংগঠনী এই নেতা শাহজাহান চৌধুরী।
এ সময় তিনি চট্টগ্রাম বিভাগের পার্টি অফিসের তালা ভেঙে অফিস চালু করেন এবং চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে মিটিং ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে মৃতপ্রায় একটি দলকে সংগঠিত রাখেন। তার সেই দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতার কারণেই চট্টগ্রাম বিভাগে বিএনপি উজ্জীবিত ছিল এবং নতুন করে ঘুরে দাঁড়াতে পেরেছে।
তার এই সাহসী ভূমিকা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রসারের দাবি রাখে। এই ঘটনা আজও নেতাকর্মীদের হৃদয়ে গর্বের জায়গা নিয়ে আছে এবং এটি প্রমাণ করে যে “দুঃসময়ের নেতাই আসল নেতা” আর সেই নেতা হলেন বর্তমান দক্ষিণ চট্টগ্রাম বৃহত্তর রাজনীতির মহীরুহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহচর জননেতা শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরীর এই রাজনৈতিক ইতিহাস দলীয় নেতাকর্মী ও জনতার মাঝে আজও স্মরণীয়।