1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার উদ্দেশ্যে ঢাকায় জড়ো হওয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মোট ৭ জন নেতা রয়েছেন। মোট গ্রেপ্তার হয়েছেন ১১ জন।

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, পরিকল্পিতভাবে রাজধানীতে নাশকতা ঘটানোর জন্য বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রমনা বিভাগের একটি দল রাজধানীর হাতিরপুল এলাকা থেকে চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল, রাশিদুল ইসলাম রন্টি, হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক এবং রবিউল মিয়াকে গ্রেপ্তার করে। এদের সবাই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতাকর্মী। তারা ঢাকায় এসে গোপনে লোকজন জড়ো করত এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণ করত। এছাড়া তারা গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করছিল।

এর আগে, মঙ্গলবার রাত ৯টায় ডেমরা থানা এলাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হককে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ৯টায় মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ এলাকা থেকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ পৌর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. গোলাম মোহাম্মদ সুজনকে আটক করে।

এছাড়া রাত পৌনে ১০টার দিকে, ওয়ারী বিভাগের একটি দল ওয়ারী থানার হাটখোলা রোড এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম বেপারীকে গ্রেপ্তার করে।

পরদিন বুধবার সকাল সাড়ে ৭টায়, গুলশান বিভাগের গোয়েন্দা টিম কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ-সম্পাদক রাকিব হোসেন জমাদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীতে নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও দলীয় পরিচয়ের আড়ালে গোপনে সংঘবদ্ধ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com