ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এবং ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিতে কক্সবাজারে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি পালিত হয়।
কক্সবাজার জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ইউসুফ নূরীর নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী মশাল হাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবিও তারা জানান।