
চকরিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়া সাব-রেজিস্টার অফিসের পেছনের এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন—সেলিম (৩৫), নাছির উদ্দিন (৪৫), তৌহিদুল ইসলাম (২৪) ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন সাজ্জাদ (২১)। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) অলক বিশ্বাস জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।