1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

একযোগে পদত্যাগের পর আওয়ামী লীগের ৫ নেতা যোগ দিলেন বিএনপিতে

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পাঁচজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, সহ-সভাপতি মো. এসকেন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আমরা সবাই আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একইসঙ্গে আমরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে রাজনীতি করব।

তারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অবমূল্যায়ন ও রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়া, নেতাকর্মীদের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com