কক্সবাজার পৌরসভার পানবাজার সড়কের সিরাজুল ইসলাম খানের নাতনি আলফী আলমগীর আকসা নির্বাচিত হয়েছেন ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে আকসা এই খেতাব জিতেছেন। বিজয়ী হিসেবে তিনি আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গ্র্যান্ড গালা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের। চ্যাম্পিয়ন আকসা ছাড়াও প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার এবং সিইও ইকবাল হোসেন। বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন, মলি আক্তার, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অপু বিশ্বাস, ইভান শাহরিয়ার সোহাগ ও রয়া চৌধুরী।
আকসা বর্তমানে রাজধানীর আইইউবিতে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত। এছাড়া ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, “ভবিষ্যতে অভিনয়ের কাজ করার ইচ্ছা আছে। সমাজের বিধবা নারী ও অনাথ শিশুদের জন্য কিছু করতে চাই, যাতে তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য সবার দোয়া চাই।”
উল্লেখ্য, আকসা ইতোমধ্যে জনপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারিত হবে।