জামালপুরের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা জামালপুর থেকে ঢাকা গিয়ে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করতেন। এছাড়াও ছাত্রলীগ নেতা নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জামালপুর শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) ও জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. জামাল পাশা (৪৩)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি ঢাকায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করতেন। এছাড়াও গত ৩ আগস্ট ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে শাহেদ আলীকে এবং ফার্মগেট থেকে জামাল পাশাকে গ্রেপ্তার করে। তাদেরকে জামালপুর সদর থানার নাশকতার মামলায় আদালতে পাঠানো হবে।’