
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু (৮০) স্থানীয় মৃত মকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬০)।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পারিবারিক জমি নিয়ে দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে আলী আহমদ চাচা কালুর বুকে লাথি দিলে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসীর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আলী আহমদকে আটক করলে নিহতের স্বজনেরা পুলিশের ভ্যান থামিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। তার বাড়িঘর ভাঙচুর এবং স্ত্রী পারভিন আকতারকে মারধরের অভিযোগও রয়েছে।
নিহতের ছেলে সরোয়ার আলম বলেন, তাঁর বাবাকে লাথি মেরে হত্যা করা হয়েছে, তবে গণপিটুনিতে তাঁদের পরিবার জড়িত নয়। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক আলী আহমদকে মারধরের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।