
বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
এ সময় ২৩ জন চোরাকারবারীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। সোমবার কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট পালানোর চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করে।
তল্লাশি চালিয়ে বাংলাদেশি ডায়মন্ড সিমেন্টের ১৭৫০ বস্তা ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।