
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কক্সবাজারের ৩টি সহ ২৪৩ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
কক্সবাজার-১ খালি রেখে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে মাহমুদুল করিম, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মফিজুর রহমান এবং এবং উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে নুরুল আমিন সিকদার ভুট্টোকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন শামীম হায়দার পাটোয়ারী।
সাংবাদিকদের তিনি বলেন , ‘জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি।’ এছাড়াও তিনি উল্লেখ করেন, ‘যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দিবেন।’