1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

কক্সবাজার সিটি কলেজে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কক্সবাজার সিটি কলেজের অনুমোদন ও পাঁচ একর ভূমি অনুদানকারী, গণতন্ত্রের আপসহীন নেতা, বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা ও মাদার অব ডেমোক্রেসি, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে কক্সবাজার সিটি কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী। দোয়া মাহফিল সঞ্চালনা করেন প্রভাষক সানাউল হক আসিফ।

ইরফান উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার কার্যক্রম শুরু হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং রাজনৈতিক জীবনের দৃঢ়তার কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য প্রতীক। শিক্ষা, মানবিকতা ও প্রতিষ্ঠান গঠনে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর আদর্শ ও ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, প্রফেসর শাহানুর আকতার, সহযোগী অধ্যাপক শারায়াত পারভীন, সহযোগী অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সহযোগী অধ্যাপক হাশেম উদ্দীন, সহযোগী অধ্যাপক আবুল কালাম ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সাগর ও হৃদয় প্রকাশ বাবু। শোকসভা ও দোয়া মাহফিলের শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
শোকসভার শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা নুরুল ইসলাম। তিনি মোনাজাতে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও কক্সবাজার সিটি কলেজের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম।
শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com