
কক্সবাজারে মহেশখালী উপকূলবর্তী সাগরে জলদস্যুর কবল থেকে ৯ জেলেকে উদ্ধার এবং এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার, ৬ জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটক ডাকাত আব্দুর রহিম (৪০) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
উদ্ধার হওয়া জেলেরা কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, সোমবার সন্ধ্যায় মহেশখালী সাগর উপকূলের বড়দিয়া প্যারাবন চ্যানেল এলাকায় ‘এফবি আল্লাহর দান’ নামক একটি মাছ ধরার ট্রলার জলদুস্যর কবলে পড়ে। এসময় ভুক্তভোগী জেলেরা ঘটনাটি মোবাইল ফোনে ১৬১১১ নম্বরে কল দিয়ে কোস্টগার্ড সদস্যদের অবহিত করেন। এতে কোস্টগার্ডের একটি তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়।
‘এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদুস্যরা পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রলারের পাশাপাশি ভুক্তভোগী জেলেদের ট্রলারটি জব্দ করা হয়। জব্দ করা ট্রলার থেকে ৯ জেলে উদ্ধার হয়েছে।’
জব্দ করা ট্রলার দুটি হস্তান্তরসহ আটক জলদুস্যের বিরুদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।