1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

যুবলীগ ও সৈনিক লীগ নেতার নেতৃত্বে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শ্যামনগরে যুবলীগ ও সৈনিক লীগ নেতার নেতৃত্বে জামায়াত কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীর নাম শেখ আব্দুর রহমান (৫০)। হামলার সময় তার গাড়িচালক গোলাম মোস্তফা এবং সহযোগী শ্রমিক ইসরাফিল হোসেনও আহত হন। স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন মোল্যা এবং উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ হামলার নেতৃত্ব দেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

গুরুতর আহত আব্দুর রহমানের ছেলে মামুন হোসেন জানান, তার পিতা নিজস্ব চিংড়ি ঘেরে একটি বসতঘর নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় আবুল হোসেন, আলমগীর হোসেন, হাফিজুর ও বাবলুসহ প্রায় ১৭-১৮ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করে চিংড়ি ঘেরে হামলা চালায়। প্রাণভয়ে তার পিতা সেখান থেকে দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে গাড়িচালক গোলাম মোস্তফা ও শ্রমিক ইসরাফিল হোসেনও হামলার শিকার হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমানের মাথা, হাত ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ সভাপতি আবুল হোসেন মোল্যার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুঠোফোনে দাবি করেন, তাদের জমিতে জোরপূর্বক বসতঘর নির্মাণের চেষ্টা করায় বাবলু মোল্যা, মিজান মোড়ল ও রাকিবসহ কয়েকজন বাধা দিলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com