
টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উখিয়ার পাতাবাড়ি হাঙ্গরঘোনার বাসিন্দা নজির হোসাইনের পুত্র সাইফুল ইসলাম (২১)।
র্যাব-১৫ এর সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) আ.ক.ম ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন-মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি র্যাবের একটি চৌকস আভিযানিক দল
হাবিবপাড়া টেকনাফ-শাহপরীর দ্বীপ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে সিএনজি অটোরিক্সা থেলে এসব ইয়াবা জব্দ করা হয়।
সূত্র: টিটিএন