1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

মাদক ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি উখিয়ার যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ এলাকায় চালাচ্ছেন ত্রাস

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলায় একের পর এক গুরুতর ফৌজদারি মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ—এমন অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া পালং এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি, প্রভাব বিস্তার ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছেন।

থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহাম্মদ হানিফের বিরুদ্ধে উখিয়া থানায় অন্তত চারটি গুরুতর ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। এসব মামলায় মারধর, মাদক কারবার, বিস্ফোরক দ্রব্য রাখা, হত্যাচেষ্টা ও আইনশৃঙ্খলা বিঘ্নের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী—
২০০৬ সালের ২ মে উখিয়া থানায় দায়ের হওয়া মামলা নং-০২-এ তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি উখিয়া থানার মামলা নং-৪১/১০৩-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় তাকে অভিযুক্ত করা হয়।

সবশেষ ২০২৫ সালে তার বিরুদ্ধে আরও দুটি গুরুতর মামলা হয়।
৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়ের হওয়া মামলা নং-১৫-এ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়।

এছাড়া ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে মামলা নং-৫৫-এ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এতগুলো মামলা থাকার পরও হানিফ এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। তার লোকজন দিয়ে হুমকি দেওয়া হয়, কেউ মুখ খুলতে সাহস পায় না।” অনেকেই দাবি করেছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে তিনি দীর্ঘদিন ধরেই আইনের ঊর্ধ্বে অবস্থান করছেন।

তবে প্রশ্ন উঠেছে—একাধিক মামলার আসামি হয়েও কীভাবে একজন ব্যক্তি এলাকায় এতটা সক্রিয় থাকে?
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

অভিযুক্ত মোহাম্মদ হানিফের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: UNtv

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com