
উখিয়ায় জনস্বার্থ ও ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমান প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষার্থে কোর্ট বাজার এবং রুমখা বাজারের নুরুল আমিনের মালিকানাধীন ওমেরা গ্যাসের মায়ের দোয়া এন্টারপ্রাইজে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫, হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থেে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উখিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম নির্বাচন আচরণবিরোধী ব্যানার পরিলক্ষিত হওয়ায় তা অপসারণ করে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
সূত্র: উখিয়া নিউজ