কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৫ হাজার ৪৮০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল আচারবুনিয়ার জনৈক কালামের বাড়িতে প্রবেশ করলে উপস্থিত চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় কালামের স্ত্রী মাহমুদা (৪০), মেয়ে ইসরাত জাহান (১৫) এবং জামাতা আবুল কালাম (২৭)কে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।
তল্লাশিতে ঘরের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪০০ পিস (আংশিক ভাঙা) ইয়াবা, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একই দিন ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য আরও ২০ হাজার ইয়াবার চালান আসার কথা ছিল। ওই চালান ও ক্রেতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।