উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং-করইবনিয়া সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।
সোমবার(১১ আগস্ট) এই সড়কটির কাজ শুভ উদ্বোধন হয়।
জাইকার অর্থায়নে এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৮ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই গ্রামীণ সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে পূর্বাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, বিএনপি নেতা আহসান উল্লাহ, শাহজাহান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।