
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের সব প্রবেশমুখে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ দিনব্যাপী শ্রমিক কনভেনশন থেকে স্কপের শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এই কর্মসূচি ঘোষণা করেন।
সরকার সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে। একই দিনে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য সুইস প্রতিষ্ঠানের সঙ্গে ২২ বছরের চুক্তিও হয়। এছাড়া নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
কাজী নুরুল্লাহ বাহার বলেন, হাইকোর্ট এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করা হচ্ছে। খবর পাওয়া গেছে ২৫–২৭ নভেম্বর ঢাকায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি চূড়ান্তের জন্য বৈঠক ডাকা হয়েছে।
২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের তিন প্রবেশপথ—
আগ্রাবাদ
বড়পোল
মাইলের মাথা—
এ তিন স্থানে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
প্রধান অতিথি শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ বলেন, বন্দর রক্ষা ও শ্রমিক অধিকার আদায়ে সার্বিক জাতীয় অবস্থান গড়ে তুলতে হবে এবং ব্যবসায়ীদেরও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।