কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৭ বছরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছে। সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এত কিছু করেও বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যায়নি। ষড়যন্ত্র করেও বিএনপিকে ভাঙতে পারেনি।
শুক্রবার (৩ অক্টোবর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ ও নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, ‘৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বিরুদ্ধে নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের ঠাঁই বিএনপিতে হবে না। যাদুকাটা নদীসহ নৌপথে অবৈধভাবে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন— জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য মো. সেনোয়ার হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েমসহ প্রমুখ।