
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার আসামীকে গ্রেফতার করেছে।
অভিযানটি পরিচালনা করা হয় বুধবার, ২৯ অক্টোবর বিকেল প্রায় ৪:৩০টায়, ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায়।
গ্রেফতারকৃত আসামীর নাম মনিরুল হক (৫০)। তার পিতা মৃত আবদুল জলিল, মাতা মেহের জান, এবং তিনি কোদালিয়া কাটা (ছমুদা বড় বাড়ী, ৮নং ওয়ার্ড, ঈদগড় ইউপি), থানা রামু, জেলা কক্সবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে ০১ (এক) টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান সাধারণ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিতভাবে চালানো হচ্ছে।