আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার বিকেলে তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে রংপুরে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আরও উন্নতির দিকে যাচ্ছে। তিনি জানান, “আমরা চাই মানুষ শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোটকেন্দ্রে যাওয়া ভুলে গেছে। তাদের ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। এজন্য সচেতনতা দরকার, আর এই সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।”
সিইসি আরও বলেন, অস্ত্রের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর অপব্যবহার। “এআই হচ্ছে বুদ্ধিমত্তার অপব্যবহার। পেশাদার সাংবাদিকরা আমাদের হয়ে স্বচ্ছ নির্বাচনের জন্য কাজ করবেন বলে আমরা আশা করি। তবে যারা ফেসবুক দিয়ে সাংবাদিকতা করেন, কোনো প্রশিক্ষণ বা দক্ষতা নেই, তাদের তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে,” তিনি উল্লেখ করেন।
তিনি স্বীকার করেন, নির্বাচন কমিশন, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমেছে। তবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন সিইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফরে রংপুরে গেছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।