
ছাত্রসংযোগ মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) উখিয়ার কোর্টবাজার এম.আর কনভেনশন হলে অনুষ্ঠিত সামবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ আসন (উখিয়া-টেকনাফ) থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
বক্তারা বলেন, ছাত্রসংযোগ মাসের মাধ্যমে আদর্শিক ছাত্র গড়ে তোলার পাশাপাশি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সভাপতি মুহাম্মদ তালহা, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, প্রচার ও দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।
সমাবেশে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা ছাত্রশিবির সভাপতি ছাত্রনেতা আব্দু রহীম নূরী, উখিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি উসমান সরওয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।