1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

ভারতে বন্দী জেলে পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ভারতে কারাবন্দী বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ) মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ৫৩ জন কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সিনিয়র এডভোকেট মহেশখালী জেলা কোর্ট এডঃ হামিদ উল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।

দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।

উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম বলেন, ইতিমধ্যে ভারতে কারাবন্দী জেলেদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। পরিবারগুলোকে ধৈর্যধারণের অনুরোধ করেছেন তিনি।

সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, জেলেরা দেশের উপকূলীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমান্তসংক্রান্ত জটিলতার কারণে কারাবন্দী হওয়া জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাদের পরিবারের সার্বিক সুরক্ষা ও সহায়তায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বলেন, কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা মহেশখালী ক্ষতিগ্রস্ত জেলে পরিবারদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্য।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে তারা সাগরে যাওয়ার আগে যেন তাদের সকলের জাতীয় পরিচয়পত্রের কপিসহ একটি তালিকা থানায় জমা দেয়। তাদের জেলে কার্ডটি যেনো তাদের কাছে সংরক্ষণ করেন। ভারতে বন্দি এই ৫৩ জন জেলেদেরকে দ্রুত তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় সরকারের কাছে তালিকা ইতিপূর্বে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অন্যান্য সর্হকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এই সব জেলে পরিবারের পাশে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে বলে ধারণা।

বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারতে কারাবন্দী সকল বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com