
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অনলাইনে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগে ১১টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে ডিবির সাইবার ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখিত পেজগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। ব্যক্তিগত আইডি হিসেবে অভিযোগ করা হয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদের বিরুদ্ধে।
সাদিকের অভিযোগ— এসব পেজ একটি রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। ডিবি এসব পেজের লিংক সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
তিনি জানান, শাহবাগ থানায় দ্রুত একটি সাইবার সাপোর্ট সেন্টার চালু হবে এবং ডাকসু থেকেও ডিজিটাল কমপ্লেইন বক্স খোলা হয়েছে। যারা সাইবার বুলিং ও মিথ্যা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।