1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

কেয়ামতের আগে দাজ্জাল জান্নাতের টিকেট দিবে: সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কেয়ামতের আগে দাজ্জাল জান্নাতের টিকেট বিক্রি করবে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। ১০ জানুয়ারি শনিবার পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ অলীয়ে কামেল আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রা.) প্রতিষ্ঠিত ৬২তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে তিনি একথা বলেন।

হাদীস শরীফের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, দাজ্জাল এক হাতে জান্নাত ও এক হাতে জাহান্নাম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। যেটা দেখতে জান্নাতের মতো মূলত সেটি হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। তিনি সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অন্যায়ভাবে প্রতারণা ও জুলুম ছড়িয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কেউ রাজনীতিকে ধর্মের হাতিয়ার, আবার কেউ ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসলামের মূল শক্তি সুফিজমকে আড়াল করছে। প্রকৃতপক্ষে সুন্নিয়তভিত্তিক কোরআন-সুন্নাহর বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার কথা কেউ ভাবছে না।

জানা গেছে, কাইয়ূমে জামান, মুজাদ্দিদে জামান, ছানীয়ে ওয়ায়েছ কুরনী, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাআত, কুতুবে জামান, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হযরত আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রা.) বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমনের পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দক্ষিণ পাশে ধেররা নামক এলাকায় সুপ্রতিষ্ঠিত করেন ইমামে রাব্বানী দরবার শরীফ।

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুমহান আদর্শ ও মহান সুন্নাত বায়আতে রাসূল (দ.) গ্রহণ ও প্রদানের মাধ্যমে ইসলামের মূল ভাবধারা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার ও প্রসারের অংশ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে ওরছে নববী (দ.) উদযাপন শুরু করেন তিনি।

শনিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে প্রতি বছরের ন্যায় এবারও সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীন পীর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য আওলাদে ওলি ও আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। ৬২তম পবিত্র ওরছে নববীতে প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রত্যন্ত অঞ্চল ও প্রবাস থেকে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।

ওরছ সঞ্চালনায় ছিলেন মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মাওলানা মোহাম্মদ আলী নকশবন্দী, ইমামে রাব্বানী দরবার শরীফের খলিফা মুফতী আবুল হাশেম শাহ মিয়াজী আল আবেদী ও দরবারের খাদেম মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মুফতী আলাউদ্দিন জিহাদী, মুফতী শহীদুল্লাহ বাহাদুর ও মাওলানা মো. মনির হোসাইন মোজাদ্দেদীসহ দেশবরেণ্য অসংখ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা করেন।

এন্তেজামিয়া কমিটির পক্ষে ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আলমগীর শাহ মোজাদ্দেদী, ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদীসহ অন্যান্য সাহেব জাদাগণ ও বাংলাদেশ হিযবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির নেতৃবৃন্দ, আগত ভক্তবৃন্দ ও মুরিদান-মুহিব্বানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, বিকেল থেকে নসীহতমূলক আলোচনা, হযরত আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রা.) ও তাঁর সহধর্মিণী হযরত খাজা বেগম উম্মে কুলসুম (রহ.)-এর রওজা শরীফে গিলাফ ছড়ানো এবং রাতব্যাপী নসীহতমূলক আলোচনা শেষে ফজরের নামাজের পর বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতের পূর্বে ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের অন্যতম দ্বীনী মারকাজ হযরত খাজা বেগম উম্মে কুলসুম (রহ.) হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ১২ জন ছাত্রকে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ায় পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com