
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি এক্স নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি এক্স নোহা গাড়ি থামিয়ে তল্লাশি করলে সযত্নে লুকানো অবস্থায় ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক নুরুল হক (৩৩) কে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মোঃ শফির ছেলে।
পুলিশ জানায়, মাদকটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক নুরুল হকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
জেলা গোয়েন্দা পুলিশ বলছে, মাদক নির্মূলে তাদের অভিযান আরও জোরদার করা হবে।