
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ আজ ০৪ জানুয়ারি ২০২৬ কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিদর্শন করেন।
এ সময় তিনি জনাব রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এবং সহকারী রিটার্নিং অফিসার, ২৯৭-কক্সবাজার-৪ আসন এবং জনাব মো: ইমামুল হাফিজ নাদিম, উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ ও সহকারী রিটার্নিং অফিসার, ২৯৭-কক্সবাজার-৪ আসনের সঙ্গে মতবিনিময় সভা করেন।
পরবর্তীতে মাননীয় নির্বাচন কমিশনার উখিয়া ও টেকনাফ উপজেলার “ভিজিল্যান্স ও অবজারভেশন টিম”-এর সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন এবং টিমের সকল সদস্যকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জনাব ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার এবং সভাটি সঞ্চালনা করেন রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া।
উক্ত সভায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ০২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, নৌবাহিনী, কোস্ট গার্ড, র্যাব-১৫, ৮ ও ১৪ এপিবিএন, আরআরআরসি-এর প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসার, উখিয়া ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।