
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে উঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মরাগাছতলা উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত সব ধরনের ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বনবিভাগ। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, বিট কর্মকর্তা ও অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিতো এবং এর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের দৌরাত্ম্য কমেনি। পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানের বিষয়ে ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন,“সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”