
টেকনাফে অভিযান চালিয়ে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার দীর্ঘ দিনের পলাতক আসামি মোঃ রাসেল প্রকাশ আব্বুইয়া (২৬)’কে গ্রেফতার করেছে র্যাব।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব- ১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন।
গ্রেফতারকৃত মো: রাসেল একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানী পাড়ার মোহাম্মদ হাশেমের পুত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
সূত্র: টিটিএন