
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উখিয়ার দুটি প্রধান কলেজ—উখিয়া ডিগ্রি কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ—এর পাসের হার ২৫ শতাংশের নিচে নেমেছে।
উখিয়া ডিগ্রি কলেজে ৫৪৯ জনের মধ্যে ১১২ জন (২০.৪০%) পাস করেছে, আর মহিলা কলেজে ৭৭৪ জনের মধ্যে ১৭৬ জন (২২.৭৪%) পাস করেছে।
ফলাফলের এই অবনতিতে অভিভাবক ও শিক্ষানুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
অনেকেই দায় দিয়েছেন শিক্ষার প্রতি অনাগ্রহ, মোবাইল আসক্তি, এনজিও সংস্কৃতি ও কোচিং নির্ভরতার উপর।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষক সংকট, ক্লাসে উপস্থিতি কম থাকা এবং শিক্ষকদের দায়বদ্ধতার অভাবই মূল কারণ।