
ঢাকা: ভারত ও বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু করেছে। এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেষ হবে—চুক্তিটি স্বাক্ষরের ৩০ বছর পর—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার থেকে দুই দেশ গঙ্গা ও পদ্মা নদীর পানি স্তর পরিমাপ শুরু করেছে। মে মাসের ৩১ তারিখ পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই পরিমাপ রেকর্ড করা হবে। কর্মকর্তারা জানান, ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের (CWC) উপপরিচালক সৌরভ কুমার এবং সহকারী পরিচালক সানি আরোরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে রয়েছে।
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শিব্বির হোসেন জানান, ভারতীয় দলের নিরাপত্তার বিষয়ে “বিশেষ মনোযোগ” দেওয়া হচ্ছে।