
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও ইসকন ঘনিষ্ঠ কুশল বরণ চক্রবর্ত্তীকে পদোন্নতি দিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও এসবের তোয়াক্কা করে আগামীকাল মঙ্গলবার পদোন্নতি বোর্ড বসাচ্ছে প্রশাসন।
চলতি বছরের ৪ জুলাই কুশল বরণের পদোন্নতিতে প্রথম বোর্ড বসানো হয়। এদিন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সাক্ষাৎকারে তাকে ডাকা হয়। তবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আসামি ও দেশবিরোধী নানা ষড়যন্ত্রের অভিযোগ ওঠায় পদোন্নতি বোর্ড বাতিলের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে সেদিন পদোন্নতি বোর্ড স্থগিত করে প্রশাসন।
তবে আবারও কুশল বরণের পদোন্নতিতে বোর্ড বসাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অথবা সাড়ে ১১টার পদোন্নতি বোর্ডের যে কোনো একটিতে তাকে ডাকা হবে তাকে। এ ছাড়া সংস্কৃত বিভাগের প্রভাষক হিমেল কর্মকার ও পবিত্র কুমার হিরাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বোর্ড ডাকা হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর তাদের চাকরি অস্থায়ী থেকে স্থায়ী করা হয়। এ দু’জনও ইসকনের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এ ছাড়া এদের একজনের পদন্নোতির প্রয়োজনীয় শর্ত সমূহ পূরণ হয়নি বলেও জানা গেছে।