
দীর্ঘদিনের রাজনৈতিক মান-অভিমান ও বিরোধ ভুলে অবশেষে ঐক্যবদ্ধ হলেন কক্সবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
সাক্ষাতের চিত্র: সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মহেশখালী উপজেলা বিএনপি কার্যালয়ে এই দুই নেতার মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরকে জড়িয়ে ধরেন এবং কোলাকুলি করেন। এই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
বৈঠকের বিষয়বস্তু: সাক্ষাৎ শেষে তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আলমগীর ফরিদ আবু বক্কর সিদ্দিকের বাড়িতেও যান এবং পরে গোরকঘাটা বাজারে গণসংযোগ করেন। এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রভাব: তৃণমূল নেতাকর্মীদের মতে, “সাপেনেউলে” সম্পর্কের অবসান ঘটে দুই নেতার এই ঐক্য কক্সবাজার-২ আসনে বিএনপির ভোটের মাঠে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।