1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :

শাহরুখ নয়, শাকিবের সঙ্গেই কাজ করতে চান মনিকা কবির

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার মাঝেই করছেন কনটেন্ট। তার এসব কর্মকাণ্ডে কেউ মুগ্ধ হচ্ছেন, আবার কেউ হচ্ছেন বিস্মিত।

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন মনিকা। যেখানে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে শাহরুখ খান নয়, বরং শাকিব খানকেই নায়ক হিসেবে চান তিনি।

সাক্ষাৎকারে মনিকা জানান, তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে, যা থেকে সহজেই সিনেমার গল্প তৈরি করা যায়। উপস্থাপিকা মনিকাকে প্রশ্ন করেন, যদি তিনি সিনেমা বানানো তাহলে সেখানে কোন নায়ককে চাইবেন? শাহরুখ খান নাকি অন্য কেউ।

উত্তরে মনিকা বলেন, ‘শাহরুখ খান বুড়া হয়ে যাবেন। আমি এত দ্রুত কাজ শুরু করতে চাই না। একবার যদি সিনেমা নিয়ে কাজ শুরু করি, তবে দীর্ঘ সময় ধরে কাজ করব। এখন তত দিন পর্যন্ত শাহরুখ অবশ্যই অপেক্ষা করবেন না।
এরপর উপস্থাপিকা প্রশ্ন করেন, বাংলাদেশি কোনো নায়কের সঙ্গে কাজ করতে চান কি না? মনিকা কিছুটা ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আছে একজন, যিনি বিদেশি নায়িকাদের সঙ্গে অভিনয় করেন।’ এতেই যেন ভক্তরা বুঝতে পারেন, এই মডেল ঠিক কোন নায়কের কথা বলছেন।

শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করে মনিকা জানান, শাকিব খান ঢালিউডের সুপারস্টার, যিনি বহু বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করেছেন এবং এসব সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছে। এ কারণে তিনি মনে করেন, শাকিবের সঙ্গে কাজ করা তার জন্য ভালো হবে।

রাশিয়ার মডেল মনিকা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মুখ।

মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম মনিশকা। তিনি লাতিন নাচে পারদর্শী এবং ছোটবেলা থেকেই বাবার ব্যবসার কারণে বিভিন্ন দেশে বেড়িয়েছেন। তাই রাশিয়ান ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানের ভাষাও জানেন এই লাস্যময়ী মডেল।
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী প্রকাশ করেছেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!