
রাজধানীর ডেমরায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে দলবদলের বড়সড় ঘটনা। আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডেমরা থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান। অনুষ্ঠানে দুই পক্ষের নেতা–কর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এই গণযোগদান নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাওলানা শাহাদাত হোসেন। নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলাম। নানা চাপের মুখে একসময় আওয়ামী লীগে কাজ করলেও আজ বিএনপিতে ফিরে এসে সম্মানিত বোধ করছি। রেজা সেলিম, আনিসুজ্জামান ও নবীউল্লাহ নবীর প্রতি আস্থা নিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হলাম।
ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান অনুষ্ঠানে বলেন, বিএনপি ধ্বংসাত্মক বা প্রতিশোধের রাজনীতি করে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ঢাকা–৫ আসনের নেতা নবীউল্লাহ নবী অনেক বড় মনের মানুষ। তিনি সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বড় অংশ বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি।
ডেমরার রাজনীতিতে এই বড়সড় দলবদল আসন্ন নির্বাচনের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।