
রামু উল্টাখালীর আলোচিত টমটম চালক সোহেল হত্যা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।
ঘটনার সূত্রপাত ২ আগস্ট। প্রতিদিনের মতো টমটম নিয়ে বাড়ি থেকে বের হয় সোহেল। কিন্তু বাড়িতে না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ৩ আগস্ট রামু রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ির পূর্ব পাশের নালায় তার মরদেহ উদ্ধার করা হয়। টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ জানায়। এ ঘটনায় ৪ আগস্ট রামু থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত মো. জসিম উদ্দিন (২৫) রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ার মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং এ মামলার ১ নম্বর আসামি। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে র্যাব মামলার ২ নম্বর আসামি মনসুর আলম ওরফে ধলাইয়াকে রামুর ঈদগড় এলাকা থেকে এবং তদন্তে প্রাপ্ত আরেক সহযোগী আসামি ইব্রাহিমকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে।