প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” কক্সবাজারের রামুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে রামু উপজেলা প্রশাসন ও রামু যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, র্যালী ও চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় রামু উপজেলা প্রশাসনের বাঁকখালী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার জনাব নূর মোহাম্মদ
প্রধান অতিথি ছিলেন জাগে নারী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শিউলি শর্মা বিশেষ অতিথি, রামু প্রেসক্লাব প্রতিনিধি সাংবাদিক কাইয়ুম উদ্দিন, সিনিয়র ম্যানজার, দু:স্ব স্বাস্থ্য কেন্দ্র ( ডিএসকে) ফাহিমা আহমেদ, প্রজেষ্ট অফিসা GNWP, মো: সাকিব, যুব প্রতিনিধি রিমা সুলতানা রিমু YWL, মো: নোমান BDRCS সুক্তা দে।
সভায় বক্তারা যুব সমাজকে কর্মক্ষম, আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও নেতৃত্ববান করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা যুবদের সামাজিক শান্তি ও সম্প্রীতি, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, নেতৃত্বের বিকাশ ও শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: শফিকুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার, ডিএসকে ও মাছেন হ্লা রাখাইন YWL. শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে সনদ পত্র ও ঋণের চেক প্রদান করা হয়।