
কক্সবাজারের পেকুয়ায় জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুজি একাডেমি বিডির উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। আলোচক হিসেবে বক্তব্য দেন জাপান প্রবাসী ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মাহফুজুর রহমান এবং পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।
জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, জাপান একটি সভ্য দেশ এবং পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের জাপানি ভাষার প্রতি গুরুত্ব দিতে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সেখানে সফল হওয়ার পরামর্শ দেন।
প্রফেসর আমিরুল মোস্তফা বলেন, জাপানের শিক্ষার মান বাংলাদেশের থেকে অনেক আলাদা, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারকে উজ্জ্বল করার সম্ভাবনা বাড়ায়।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।