1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

প্রাথমিক শিক্ষক নিয়োগ: পরীক্ষা চলাকালে অনেকের কানে মিললো ডিভাইস, আটক ৫২

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রানক্স ডিভাইস ব্যবহার ও মোবাইলের মাধ্যমে নকল করার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ব্লুটুথ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস।

তিনি মুঠোফোনে জানান, সহকারী শিক্ষক পদে জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৬৬ জন অনলাইনের মাধ্যমে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৬৭ জন। জেলার তিন উপজেলায় ৪৩টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে পরীক্ষা এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জন পরীক্ষার্থী ও কেন্দ্রের বাইরে সন্দেহজনকভাবে তিনজনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৭ জন নারী।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস জানান, জানান, এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৩৭ জন, পলাশবাড়ী উপজেলায় ১২ জন ও ফুলছড়ি উপজেলা ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে প্রবেশ গেটে তল্লাশি, হল রুমে মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর আদান-প্রদান এবং কানের ভেতর গোপনে ডিভাইস রাখার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এসময় অনেকের কানেই ডিভাইস পাওয়া গেছে। আটকদের থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। এছাড়া আটক পরীক্ষার্থীদের সঙ্গে কোনো চক্র জড়িত ছিল কি না, তা শনাক্তে তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com