
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ ভোটাররা। এই কর্মসূচিতে তারা জামায়াতের নিজস্ব প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনীত করার দাবি জানিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সেনবাগ রাস্তার মাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই এবং তিনি জনসংযোগও করেননি।
তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করা মাওলানা সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন।
ফলে সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।