
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের গোলাগুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটি মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ রেফার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গুলিটি মিয়ানমার দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা গুলি ছুড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাখাইন রাজ্যে আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমার জান্তার মধ্যে চলমান সংঘর্ষের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় গোলাগুলি হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।