
কক্সবাজারের উখিয়ার প্রাকৃতিক সৌন্দর্যখ্যাত পাথুরে বীচ ও পর্যটকদের আকর্ষণ ‘সমুদ্র রাণী’ খ্যাত ইনানী বিচ দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
গতকাল ২৭ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইনানীতে অবস্থিত পেবল স্টোন রিসোর্টের ম্যানেজার মাহফুজের নেতৃত্বে বীচ এরিয়া দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাস জমি ও সংরক্ষিত বীচ এলাকায় অনুমোদনহীনভাবে স্থাপনা নির্মাণ করে পর্যটন কার্যক্রম পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন এলাকার স্বার্থ রক্ষায় সমুদ্রসৈকত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কক্সবাজার জার্নাল