
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ৫,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় সন্দেহভাজন তিন যাত্রীর কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি ঘটনাটি নিশ্চিত করে জানান, আটক নারীরা ইয়াবা বহনে চক্রের অংশ হিসেবে কাজ করছিলেন। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোনও জব্দ করা হয়।
আটক তিন নারী হলেন, টেকনাফের কালা মিয়ার মেয়ে মো. রুজেমা খাতুন (৪৫), হ্নীলা ইউনিয়নের আবদুল গফুরের মেয়ে নূর বেগম (৪৫) ও মৃত শহর মন্ডলের মেয়ে মাহমুদা বেগম (৩০)।
বিজিবি জানায়, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা, জব্দকৃত মোবাইল এবং আটক নারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।