
দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়ায় বেড়াতে এসে লালমনিরহাটের এক তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ শে জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিচ্ছি করে মহেশাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এ ঘটনায় দু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, ভিকটিম লালমনিরহাট সদরের আহসানুল হোসাইনের মেয়ে ফাইরোজ (২২)। ঘটনায় জড়িত সন্দেহে আটক কক্সবাজার সদরের লাইটহাউজ এলাকার আবদু ছফুর পুত্র মো: হৃদয় (২০) ও হোয়ানক পানিরছড়া এলাকার আবদুস সালামের পুত্র মোঃ আকতার হামিদ আকাশ (২২)
স্থানীয়রা বলেন, সোনাদিয়ার রাকিব ও শামিমের মালিকানা রিসোর্টটি খুব একটা পরিচিত নয়। লোকেশনও অনেক দুরে নিরিবিলি একটি জায়গায়। রিসোর্টের দুদিকে সাগর। আর পেছন দিকে অনেক দুরে একটি বাড়ি। এমন একটি রিসোর্টে অবস্থান করছিলেন তিনি।
সেখানেই সন্ধ্যায় তার রুমে তিন ব্যক্তি ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে একজন পালিয়ে যায়। পরে ওই নারী ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিকভাবেই পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ও পরে তার চাহিদা অনুযায়ী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এ ঘটনায় ওই রিসোর্টের সোনাদিয়া থেকে দুইজন আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: কক্সবাজার নিউজ