
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় চালক মো. জাহাঙ্গীর (২৬) ও সহকারী মো. আজিজুল হক (২৯)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ধার্য করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৮ জুলাই কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসার খবর পেয়ে র্যাব-৭ কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও সহকারী পালানোর চেষ্টা করেন, তবে তাদের গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর তৎকালীন এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দণ্ডিতরা বর্তমানে জামিনে পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।