
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবা সহ মাদক পরিবহনে ব্যবহৃত অজ্ঞাত ১টি প্রাইভেট কার ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি জানান কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী।
মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কারযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। খবরটি পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট তৈরি করেন এবং সন্দেহজনক বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যা ৬টার সময় উক্ত চেকপোস্টের দিকে আসতে থাকা একটি গাড়িকে (ঢাকা মেট্রো-গ-৩৭-১৮৪৯) থামার সিগন্যাল দিলে গাড়িতে থাকা অজ্ঞাত চালক চেকপোস্ট হতে কিছু দূরে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রচুর যানজটের দরুন উক্ত চালককে আটক করা যায়নি।
পরে উক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ব্যাক ডালা থেকে ১০টি বড় প্যাকেটে প্রতি প্যাকেটে ১০০০০ করে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। সেই সাথে উক্ত গাড়ি এবং গাড়িতে ফেলে যাওয়া চালকে মোবাইল ফোন জব্দ করা হয়।
চালক ও গাড়ির মালিকের নাম সংগ্রহপূর্বক গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।